শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার: গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখী হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগামীকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত শুক্রবার মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে শেখ রাসেল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবার লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে শেখ জামালের মুখোমুখী হয় মুক্তিযোদ্ধা সংসদ। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে মুক্তিযোদ্ধা সংসদের ফুটবলাররা ভাল প্রতিদ্বনিদ্বতা গড়ে তুলতে পারেনি। সেমিফাইনাল ম্যাচে ২-০ গোলের সহজ পার্থক্যেই জয় তুলে নিয়েছে ধানমন্ডির ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে  বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো। বিজয়ী দলের পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইক ও অরূপ বৈদ্য একটি করে গোলে করেন। এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াইয়ে ও মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শেখ জামাল। সেমিফাইনালে মুক্তিযোদ্ধা ভাল এমনটি ঘোষণা ছিলো দলের কোচ মানিকের। কিন্তু শিষ্যরা মাঠে তেমন প্রতিদ্বনিদ্বতা গড়ে তুলতে পারেনি। আফ্রিকান কোচের প্রশিক্ষণে শেখ জামাল অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে আবাহনীকে হারিয়ে আর সেমিফাইনালে মুক্তিযোদ্ধাকে হারিয়ে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে পৌঁছে গেল দলটি। জয়ের চেষ্টায় ম্যাচের শুরুতে দু'দলই আক্রমণ পাল্টা আক্রমণ শানিয়ে খেলতে শুরু করে। গোল লাভের প্রথম সুযোগ মাত্র নয় মিনিটে পায় মুক্তিযোদ্ধা। আক্রমণভাগের ফুটবলার বিপ্লব জামালের গোলরক্ষক মোস্তাককে একা পেয়েও দুর্বল শটে গোল লাভে ব্যর্থ হন। এরপর থেকেই জামালের নিয়ন্ত্রণে চলে আসে খেলা। তাদের মুহুর্মুহু আক্রমণের সফলতা আসে ৪০ মিনিটে। সংঘবদ্ধ আক্রমণে নাইজেরিয়ান ইকেচুকবুর বাড়ানো ক্রস মুক্তিযোদ্ধার রক্ষণভাগের জটলায় আসে। এসময় দীর্ঘ দেহী ফুটবলার মাইক হেডে গোলরক্ষক জিয়াকে পরাস্ত করেন ১-০। ৫৪ মিনিটে গোল পরিশোধের সুযোগ নষ্ট করে মুক্তিযোদ্ধা। এবার শেখ জামালের রক্ষণভাগে বল নিয়ে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড থিয়াগো সিলভা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তিনি নিশানা ভেদ করতে ব্যর্থ হন। পোস্টের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন। ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো শেখ জামাল। শাকিলের লম্বা পাসে মাইক ওটাজেরারির নেয়া জোরালো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে রক্ষা পায় মুক্তিযোদ্ধা। তবে ৮৭ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় কোচ জোসেফ আফুসির শিষ্যরা। শাকিলের থ্রু পাসে গোলরক্ষক জিয়াকে পরাস্ত করে অরুপ বৈদ্য বল জালে পাঠালে (২-০) গোলে জয় নিশ্চিত হয়  শেখ জামালের।

অনলাইন আপডেট

আর্কাইভ