ঢাকা, সোমবার 06 May 2024, ২৩ বৈশাখ ১৪৩০, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

এই দুর্যোগ মানুষের পাপের শাস্তি, কাতরকন্ঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে: খায়রুল হাসান

সংগ্রাম অনলাইন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও  গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসান বলেছেন, আজকে প্রচন্ড গরম এবং তীব্র তাপদাহে জন জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। এই বিপর্যয়ের মূল কারণ হল সুদ- ঘুষ, জিনা- ব্যাভিচার মদ-জুয়া, অশ্লীলতা  বেহায়াপনা , অন্যায় জুলুম বিভিন্ন পাপাচারে সমাজ ডুবে গেছে। এই দুর্যোগ মানুষের হাতের কামাই পাপের শাস্তি। আল্লাহর নাফরমানি থেকে ফিরে এসে  তার নিকট খালেস ভাবে তওবা করে  অনুগত  গোলাম হয়ে জীবন যাপন করতে পারলে আমরা আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারি। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে মাফ করে তার রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে সিক্ত করবেন। বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর বিভিন্ন পয়েন্টে তৃষার্ত পথচারী এবং শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা পানি এবং স্যালাইন বিতরণ করার প্রাক্কালে  তিনি উপরোক্ত কথা বলেন। মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বাস স্টেশন, ৪৩ নং ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এবং ৪৭ নং ওয়ার্ডের শিলমুনে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মজলিসে শুরা সদস্য মেট্রো সদর মধ্য থানা আমীর মো: ছাদেকুজ্জামান খান, সেক্রেটারি মাওলানা আবু তাহের কামরুদ্দিন, থানা কর্মপরিষদ সদস্য ইন্জিনিয়ার গোলাম নজিব, ওয়ার্ড সভাপতি মো: শাহজালাল, মো: মোশাররফ হোসেন। ৪৩ এবং ৪৭ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন শিল্পাঞ্চল থানা বায়তুলমাল সম্পাদক মো: জহির উদ্দিন, তরবিয়ত সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, মো: আবু তুহিন, মো:দিদারুল ইসলাম প্রমুখ। এতে  বিপুলসংখ্যক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ