বুধবার ২২ মে ২০২৪
Online Edition

প্রিমিয়ার ক্রিকেট লিগ ৯ মার্চ শুরু

স্পোর্টস রিপোর্টার : আগামী ৯ মার্চ শুরু হবে ঢাকাই ক্রিকেটের প্রধান আসর প্রিমিয়ার ক্রিকেট লিগ। এর আগে বিপিএল চলাকালীনই হয়ে যাবে দলবদল। বড় ও ছোট- প্রায় সব দলেরই ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ। শুধু আনুষ্ঠানিকতাটুকু বাকি। আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি ২ দিনের দলবদল। আর ৯ মার্চ শুরু হবে জমজমাট প্রিমিয়ার লিগ। এবার দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে থাকছে না কোন ভিনদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ। এক সময় ৩-৪ জন করে বিদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও কালের আবর্তে তা কমে ১জনে নেমে এসেছিল। গত প্রায় একযুগ ১ জন করে বিদেশী খেলানো যেত। এবার সেটাও বন্ধ করে দেয়া হয়েছে। কোন বিদেশী ক্রিকেটার খেলানো যাবে না। সব দেশী ক্রিকেটাররাই খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। এখন চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এই পর্ব শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে আবার শেরে বাংলায় ফিরবে বিপিএল। এরপর সুপার ফোরের নক আউট লড়াই শেষে ১ মার্চ ফাইনাল দিয়ে পর্দা উঠবে এবারের বিপিএলের। ওদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের আমেজ থাকতে থাকতেই চলে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে ঢাকা তথা দেশের একমাত্র প্রতিযোগিতামূলক ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগ।

অনলাইন আপডেট

আর্কাইভ