ঢাকা, রোববার 28 April 2024, ১৫ বৈশাখ ১৪৩০, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ইমরান খান গ্রেফতার

সংগ্রাম অনলাইন: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে তোশাখানা মামলায় তিন বছরের সাজা দেওয়ার পরপরই তাকে লাহোর থেকে গ্রেপ্তার করা হলো। খবর দ্য ডনের।

শনিবার টুইটবার্তায় পিটিআই লিখেছে, ‘ইমরান খানকে গ্রেপ্তার করে কোট লাখপত জেলে নেওয়া হচ্ছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, ইসলামাবাদের একটি আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি ইমরান খানকে ১ লাখ রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। এ মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ