রবিবার ১২ মে ২০২৪
Online Edition

বাঁচা-মরার লড়াই জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের

 স্পোর্টস রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে বাচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের পয়েন্ট সমান থাকায় এই ম্যাচে বিজয়ী দল পাবে মূল পর্বের টিকিট।  ফলে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যারা জিতবে তারাই সুপার টুয়েলভে খেলবে। অস্ট্রেলিয়ার  হোবার্টে বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ম্যাচটি। টি-টোয়েন্টিতে মাত্র চারবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ৩ বার জিতেছে জিম্বাবুয়ে। আর ১ বার জিতেছে স্কটল্যান্ড। এবার বিশ^কাপে জয় দিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১ রানের জয় পায় তারা। সিকান্দার রাজার মারমুখী ব্যাটিংয়ে সহজ জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি জিম্বাবুয়েকে। ৪৮ বলের মোকাবেলায় পাঁচটি করে  বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাজা। ম্যাচে বল হাতে নজর কাড়েন তিন পেসার রিচার্ড মুজারাবানি-তেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির। তিনজন মিলে ৭ উইকেট নেন। নিজের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩১ রানে হেরে যায় তারা। বোলাররা ভালো করলেও  ব্যাটাররা ছিল ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে ১৫৩ রানের বেশি করতে দেয়নি জিম্বাবুয়ের বোলাররা। ১৫৪ রানের টার্গেটে ১২২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও এখন পর্যন্ত  সুপার টুয়েলভে খেলার স্বপ্ন ভেস্তে যায়নি জিম্বাবুয়ের। পরের রাউন্ডে খেলতে হলে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে হবে। নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখায় স্কটিশরা। স্কটল্যান্ডের চমক মাথায় না রেখে জয় নিয়েই বেশি ভাবছে জিম্বাবুয়ে। দলের সেরা ব্যাটার রাজা বলেন, ‘আমাদের সামনে এখন একটাই লক্ষ্য জয়। সামনে প্রতিপক্ষ কে সেটি নিয়ে ভেবে কিছু হবে না। অবশ্যই প্রতিপক্ষকে নিয়ে আমাদের সব ধরনের পরিকল্পনা আছে। পরিকল্পনা অনুযায়ীই নিজেদের সেরাটা দিয়ে জয় চাই আমরা।’ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে এবারের বিশ^কাপের দ্বিতীয় দিন দ্বিতীয় বড় অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ড। স্কটিশদের আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকাকে হারিয়ে প্রথম অঘটন ঘটায় দ্বিতীয়বারের মত বিশ^কাপ খেলতে নামা নামিবিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪২ রানে হারানোর পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৬ উইকেটে হারে স্কটল্যান্ড। এ ম্যাচেও জয়ের ভালো সুযোগ ছিলো স্কটল্যান্ডের। কিন্তু পঞ্চম উইকেটে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেলের ৫৭ বলে অবিচ্ছিন্ন ১১৯ রানের কাছে হার মানে স্কটল্যান্ড। এখন সামনে একটাই সমীকরণ- জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেই সুপার টুয়েলভে খেলবে স্কটল্যান্ড। সমীকরণের হিসেব-নিকাশ মিলিয়ে পরের রাউন্ডে চোখ স্কটিশদের। 

অনলাইন আপডেট

আর্কাইভ