বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ প্রথম ম্যাচে স্বাগতিক আবর আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি। টি-টোয়েন্টিতে  মাত্র একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আরব আমিরাত। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১৬ সালের ঐ ম্যাচে বাংলাদেশ ৫১ রানে হারিয়েছিলো আরব আমিরাতকে। এখন পর্যন্ত টি- টোয়েন্টিতে ১৩৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে টাইগারদের জয় আছে ৪৫টিতে, হার ৮৫টিতে। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়। আগামী মাসে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার সিরিজ এটি। নিউজিল্যান্ড সফরের  আগে  দেশের মাটিতে  কয়েকদিন অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে টিম ম্যানেজমেন্টের বিশ‍্বাস- ঘরের মাঠে অনুশীলনের চেয়ে দলের জন্য কিছু আন্তর্জাতিক ম্যাচ বেশি উপকারী হবে। কিন্তু অন্য দলগুলোর আন্তর্জাতিক অঙ্গনে ঠাসা সূচির কারণে আরব আমিরাতের চেয়ে শক্তিশালী দল পায়নি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। বাধ্য হয়েই  স্বাগতিক  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি  সিরিজ আয়োজন করে বিসিবি। সাকিবের অনুপুস্থিতিতে  এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। দেশ ছাড়ার আগে সোহান বলেছেন , ‘আমরা  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দু’টি ম্যাচই জিততে পারলে তা থেকে পাওয়া আত্মবিশ্বাস নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সহায়তা করবে।’ সোহান আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা হয়তো সর্বশেষ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয়, যদি জয়ের অভ্যাস করতে পারি তাহলে দলের কম্বিনেশন এবং পুরো দলের চেহারা বদলে যাবে। তাই এবার অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে সেটাই করতে পারি। আমরা একটি  ভাল উপায় চিন্তা করতে চাই এবং পরে একটি প্রক্রিয়া অনুসরণ করতে চাই। আমরা যদি প্রক্রিয়াটি অনুসরণ করতে পারি তবে ফলাফল আমাদের পক্ষে আসবে।’ টি-টোয়েন্টি বিশ^কাপের জন্য ঘোষিত দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও ওপেনার সৌম্য সরকার, পেসার শরিফুল ইসলাম এবং লেগ-স্পিনার রিশাদ হোসেন আছেন  আরব আমিরাত  সিরিজের দলে।  আমিরাত সফর থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া অফ-স্পিনার মাহেদি হাসান।

সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান,  মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল  হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

অনলাইন আপডেট

আর্কাইভ