বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বিভিন্ন স্থানে অপঘাতে শিশুসহ ছয় জনের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলার চার মাইল নামক স্থানে পিকআপের ধাক্কায় ৬০ বছর বয়সী  অজ্ঞাত এক পথচারী নারী নিহত হয়েছে।

গত সোমবার রাতে পঞ্চগড় সদরের চারমাইল নামক স্থানে পঞ্চগড়- বাংলাবান্ধা  মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী পিকআপ ওই অজ্ঞাত পথচারী নারীকে ধাক্কা দেয়। এসময় পথচারী নারী ছিটকে রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

আমতলী (বরগুনা): বরগুনার আমতলী-পটুয়াখালী আ লিক মহাসড়কের আমতলী পৌর শহরের হাজী বাড়ী সংলগ্ন এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহন নামের একটি নাইট কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গিয়ে ওই বাসের হেলপার শাখাওয়াত হোসেন (২৮) হাত বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয়েছে আরো দুই জন।

শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট মটেরচকে গত ১৯ সেপ্টেম্বর পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী গৃহবধূ মটেরচক গ্রামের জয়ন্ত মন্ডলের স্ত্রী একাদশী মন্ডল (২০)।

চৌগাছা : যশোরের চৌগাছায় এক রাতে পৃথক ঘটনায় হাজেরা বেগম (৬০) এবং আক্তার হোসেন (৩০) নামে দুই জন আত্মহত্যা করেছেন। হাজেরা বেগম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের সুখপুকুরিয়া গ্রামের শের আলীর স্ত্রী এবং আক্তার হোসেন ধুলিয়ানী ইউনিয়নের বড়কাবিলপুর গ্রামের জুলফিক্কার আলীর ছেলে।

  যশোরের চৌগাছায় কৃষিকাজে মাঠে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যতীন্দ্রনাথ বিশ্বাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। যতীন্দ্রনাথ বিশ্বাস উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের খগেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

সান্তাহার, আদমদীঘি (বগুড়া): বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকা বীরকুটশা রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে রনি কুমার প্রামানিক (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা,  বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২ টার সময় খুলনা থেকে ছেড়ে  আসা চিলাহাটীগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় কিশোর রনির। মৃত রনি কুমার প্রামানিক নাটোর জেলাধীন নলডাঙ্গা থানার দুর্লভপুর গ্রামের শ্রী গৌতম কুমার প্রামানিকের ছেলে।

অনলাইন আপডেট

আর্কাইভ