ঢাকা, ‍শুক্রবার 17 May 2024, ৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

আরও ৩ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

সংগ্রাম অনলাইন ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের মৃতদেহ উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে ট্রলার ডুবির এ ঘটনায় নিখোঁজ থাকা আটজনের মধ্যে এই নিয়ে পাঁচজনের লাশ উদ্ধার হল। আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, “রোববার সকালে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন সাগরে স্থানীয় জেলেরা তিনটি মৃতদেহ ভাসতে দেখে। তারা অর্ধ-গলিত অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করে ট্রলারে তুলে কূলে নিয়ে আসে।”

এই তিনজন হলেন- সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে হোসেন আহমদ, একই ইউনিয়নের মামুন পাড়ার আবুল হোসেনের ছেলে আজিজুল হক এবং হামজার ডেইল এলাকার নুরুল হকের ছেলে মোহাম্মদ আবছার।

এর আগে শনিবার বিকাল ও রাতে একই ইউনিয়নের মো. আইয়ুব ও সাইফুল ইসলাম নামের আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকালে কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের অদূরবর্তী সাগরে বৈরী আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের আঘাতে ‘এফবি মায়ের দোয়া’ নামের মাছ ধরার ট্রলার ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় কোস্ট গার্ড সদস্য ও অন্য জেলেরা তাৎক্ষণিকভাবে আট জেলেকে উদ্ধার করলেও ১১ জন নিখোঁজ ছিল।

পরে শুক্রবার রাতে সাগরে অবস্থানকারী বিভিন্ন ট্রলার নিখোঁজ থাকা তিন জেলেকে উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার সদর উপজেলার খুরুশকূলের জনৈক জাকির হোসাইনের মালিকাধীন এ ট্রলারটি ১৯ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। ফেরার সময় ট্রলারটি এই দুর্ঘটনার শিকার হয়। ট্রলারটি এখনও উদ্ধার হয়নি।

স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পরিদর্শক সেলিম উদ্দিন।

অনলাইন আপডেট

আর্কাইভ