বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিলে ‌'নতুন লক্ষ্যবস্তুতে হামলা'

সংগ্রাম অনলাইন ডেস্ক: ফের পশ্চিমাদের হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা শুরু করে তাহলে রাশিয়া নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে রবিবার (৫ জুন) আল জাজিরা এই তথ্য জানিয়েছে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোশিয়া-১'কে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, আমরা সেই লক্ষ্যবস্তুগুলোকে আঘাত করবো যাতে আমরা এখনো আঘাত করিনি।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ১০২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধ এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বাড়ছে।  

অনলাইন আপডেট

আর্কাইভ