বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

রাশিয়া-চীনের বাণিজ্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে

৪ জুন, ইন্টারনেট : ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ায় মস্কো এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইগর মরগুলভের মতে, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য লেনদেন ২০০ বিলিয়নে ছাড়াবে। তিনি বলেন, আমরা, বেশ স্পষ্টতই, ২০০ বিলিয়ন ডলারের বাণিজ্য টার্নওভার অর্জন করতে সক্ষম হব যা আমাদের নেতারা নির্ধারণ করেছিলেন। আমরা এই লক্ষ্যটি অনেক আগেই অর্জন করতে পারি, এটি এই বছরের শেষ নাগাদ সম্ভব। মরগুলভ ৭তম আন্তর্জাতিক সম্মেলনে ‘রাশিয়া এবং চীন: একটি নতুন যুগে সহযোগিতা’ শীর্ষক এক বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ককে পশ্চিমা রাষ্ট্রগুলো যে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ একটি অসীম অংশীদারিত্বের ঘোষণার পর সম্পর্ককে দৃঢ় করেছে। বেইজিং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা করতে অস্বীকার করেছে এবং মস্কোর উপর আরোপিত অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার বারবার সমালোচনা করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ