বুধবার ২২ মে ২০২৪
Online Edition

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠিত

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (বিআইইউ) এর সামার সেমিস্টার অ্যাডমিশন ফেয়ার ২০২২। উক্ত ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান প্রফেসর সাইয়্যেদ কামালুদ্দীন আবদুল্লাহ্ জাফরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আমিনুল হক ভূইয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কাজী আখতার হোসেন, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)  সাইয়্যেদ শহীদুল বারী, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্টিং ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আর্শেদ আলী মাতুব্বর, ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এম. মনসুরুর রহমান, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোঃ গোলাম রসুল, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরশেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডমিশন ইন-চার্জ মোহাম্মাদ মিজানুর রহমান।

উল্লেখ্য ফেয়ার উপলক্ষে ভর্তি ফি-এর উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রাখায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও অভিভাবক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আগামী ১৫ মে ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ফেয়ার চলবে। প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ