শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

জয় দিয়ে লিগ শুরু করলো শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুভ সূচনা করলো শিরোপা প্রত্যাশি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।প্রতিদ্বন্ধীতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল ২-০ গোলে এগিয়েছিল। শেখ জামালের পক্ষে গাম্বিয়ান ফুটবলার সোলায়মান সিলা ও নাইজেরিয়ান ম্যাথু চিনেদু গোল করেন। অপরদিকে উত্তর বারিধারার পক্ষে একমাত্র গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ শেখ জামালের এবারের শুরুটা হলো দুইরকম। একেবারে উল্টো। চ্যাম্পিয়ন বসুন্ধরা শুরুর ম্যাচেই দেখলো হার,অপরদিকে রানার্সআপ শেখ জামাল হাসলো জয়ের হাসি।কিংস যে ব্যবধানে হেরেছে, জামাল সেই ব্যবধানে জিতেছে (২-১) উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। সাবেক চ্যাম্পিয়ন জামাল তাদের শ্রেষ্ঠত্ব উদ্ধারের মিশন শুরু করলো জয় দিয়েই।বসুন্ধরা কিংস ২ গোলে পিছিয়ে ১ গোল দিয়েছে। জামাল ২ গোলে এগিয়ে খেয়েছে এক গোল। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শুরু হলেও তুলনামূলক প্রধান্য নিয়ে খেলেই জয় পেয়েছে ধানমন্ডির ক্লাবটি। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উত্তর বারিধারা সমান তালে লড়ে গেলেও খেই হারায় ম্যাচের ১২ মিনিটে। এসময় পরিকল্পিত আক্রমণ শানিয়ে শেখ জামালের গাম্বিয়ান ফুটবলার সোলায়মান সিলার গোল করে দলকে এগিয়ে  ১-০ নেন। সমতায় আসার চেষ্টা করেও প্রথমার্ধে গোলের সহজ সুযোগ তৈরি করতে পারেনি উত্তর বারিধারা। বরং প্রথমার্ধে শেষ মুহুর্তে আরো একটি গোলের দেখা পায় ধানম-ি ক্লাবটি।ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ম্যাথু চিনেদু। ম্যাচের দ্বিতীয়ার্ধে শেখ জামালের খেলায় কিছুটা ছন্দ পতন লক্ষ করা যায়।যার সুযোগ কাজে লগিয়ে ব্যবধান কমিয়ে আনে উত্তর বারিধারা।৬৮ মিনিটে পেনাল্টি থেকে উত্তর বারিধারার পক্ষে একমাত্র গোলটি করেনজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ।

অনলাইন আপডেট

আর্কাইভ