রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

অসুস্থ ফুটবলারের পাশে তিন ক্রীড়া ব্যক্তিত্ব

স্পোর্টস রিপোর্টার: সাবেক ফুটবলার জিলকারনে আল মামুন জিল্লুর দুটো কিডনিই প্রায় অকেজো। অসুস্থ জিল্লুর পাশে দাঁড়িয়েছেন ক্রীড়াঙ্গনের তিন ব্যক্তিত্ব। গতকাল বুধবার রাজধানীর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে জিল্লুর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। আর্থিক সাহায্য পেয়ে জিল্লুর বলেন, ‘আমার দুঃসময়ে যারা পাশে এসে দাঁড়িয়েছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি ইয়োগা করছি। আশা করি এই অর্থ দিয়ে চিকিৎসা করে আরও একটু ভালো হতে পারব।’ ক্রীড়াঙ্গনে অসুস্থ ব্যক্তিদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেন সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার ও আবাহনীর সমর্থকগোষ্ঠীর সহ-সভাপতি আসাদুজ্জামান বাদশা। দেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের অনুরোধে আবদুল গাফফার জিল্লুর সাহায্যের বিষয়টি সমন্বয় করেন। সাবেক জাতীয় ফুটবলার আবদুল গাফফার বলেন, ‘প্রয়াত বাদলের ভীষণ ভক্ত ছিল জিল্লুু। বাদল যখন অসুস্থ ছিল তখন ও হাসপাতালে যেত। পরে শুনলাম ওর নিজেরেই কিডনি সমস্যা। বিশিষ্ট সংগঠক পিন্টু ভাই (অঞ্জন চৌধুরী পিন্টু) ও প্রকৌশলী আলমগীর ভাইকে (মোহামেডানের পরিচালক) বলা মাত্রই তারা জিল্লুরকে সাহায্য করতে চেয়েছেন। ক্রীড়াঙ্গনের সবার বিপদে সবার এভাবে এগিয়ে আসা উচিত।’ দুই বিশিষ্ট সংগঠক এক লাখ করে এবং গাফফার নিজে ৫০ হাজার টাকা দিয়েছেন। জিল্লুর জাতীয় অনূর্ধ্ব ১৬ ফুটবল দলে ডাক পেয়েছিলেন। জাতীয় দলের ক্যাম্পে নিজেকে স্থায়ী করতে না পারলেও ভিক্টোরিয়া, ফকিরেরপুলের হয়ে প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগে খেলেছেন। ইনজুরির কারণে অল্প সময়েই তার ক্যারিয়ার শেষ হয়ে যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ