শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

রংপুর সিটি কর্পোরেশনে ওয়ার্ল্ড ভিশনের ১৪টি ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর

রংপুর অফিস: রংপুর মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়ক হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র পক্ষ থেকে পায়ে চালিত ১৪টি ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর করা হয়েছে।
“নির্ধারিত স্থানে আবর্জনা ফেলে শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখুন” এ স্লোগানকে সামনে রেখে গত বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোস্তাফিজার রহমান মোস্তফার নিকট পায়ে চালিত ১৪টি ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র ম্যানেজার অনুকুল চন্দ্রো বর্মন, ফাইন্যান্স অফিসার সুবাস হালদার, প্রোগ্রাম অফিসার লিন্ডা ডোফো, ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটেটর ফরিদুল ইসলাম, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলুসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ