শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ আহত ৮

শ্রীপুর(গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষকালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।   
স্থানীয়রা জানায়, ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ৩বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন এক নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (লাবিব সরকার)। তাঁর ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার। তা নিয়ে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ সেপ্টেম্বর এর সুরাহা দেবে বলে দু’পক্ষকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় গোপনে ট্রাকভর্তি ঝুট বের করার সময় টের পান হাজি সুলতান উদ্দিন সরকার।

অনলাইন আপডেট

আর্কাইভ