রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

করোনা টেস্ট রিপোর্ট না থাকায় নারী লিগের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার : করোনা প্রাদুর্ভাবের কারণে ছেলেদের হোক আর মেয়েদের-ফুটবল ম্যাচ শুরুর আগে স্বাস্থ্যবিধি অনুসরণে কঠোর বাফুফে। খেলার আগে দুই দলকেই তাদের খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে।গতকাল রোববার এই নিয়ম অনুসরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগের দল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। বিকেল ৩টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের ম্যাচ ছিল নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে।মহিলা ফুটবল লিগ কমিটির নিয়ম আনুযায়ী কোভিড টেস্টের রিপোর্ট বাফুফের নিকট দাখিল করতে ব্যর্থ হয়েছে কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। যে কারণে বাফুফের মহিলা লিগ কমিটি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেছে।কি আছে এই ম্যাচের ভাগ্যে? এখনো সে সিদ্ধান্ত দেয়নি লিগ কমিটি। বাফুফে জানিয়েছে, এ ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে তাদের ডিসিপ্লিনারি কমিটি। রেফারি, ম্যাচ কমিশনারে রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতেই এব্যাপারে ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিবে।

অনলাইন আপডেট

আর্কাইভ