রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

অনুশীলনে হাজির হয়ে সতীর্থদের চমকে দিলেন এরিকসেন

হাসপাতাল থেকে ‘সেলফি’ পাঠিয়ে শারীরিক উন্নতির বার্তা দিয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। এবার সশরীরে হাজির হলেন সতীর্থদের সঙ্গে দেখা করতে। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ডেনমার্কের অনুশীলনে ঢুকে সবাইকে চমকে দিলেন ইন্টার মিলান স্ট্রাইকার।মাঠের মধ্যে ক্রিস্টিয়ান এরিকসেনের আচমকা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা প্রভাব ফেলেছিল দলের নৈপুণ্যেও। প্রিয় বন্ধুর এমন ঘটনায় হতবিহ্বল ডেনিশরা ইউরো চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে হেরে যায়। দ্বিতীয় ম্যাচেও পায়নি কাক্সিক্ষত জয়ের দেখা। এরিকসেনের স্বস্তিদায়ক প্রত্যাবর্তন নিঃসন্দেহে রাশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে ডেনিশদের উজ্জ্বীবিত করে তুলবে।ইএসপিএন ফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের মাঝামাঝি সময়ে এরিকসেন মাঠে প্রবেশ করেন। একে একে সবাইকে জড়িয়ে ধরেন।মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ড এবয় ডিফেন্ডার জোয়াকিম মাহেলে বলছেন, হঠাৎ এরিকসেনকে মাঠে দেখে তারা চমকে যান।নরগার্ড গণমাধ্যমকে বলেন, ‘এরিকসেনের আসার কথা আমি জানতাম না। দেখে ভালো মনে হয়েছে।গোটা দলের জন্য এটি স্বস্তির খবর।২৯ বছর বয়সী এরিকসেনের হার্টে আইসিডি বসিয়েছেন চিকিৎসকেরা। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধের জন্য ডিভাইসটি বসানো হয়েছে। এর মাধ্যমে হার্টের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।এরিকসেন এদিন তার প্রেমিকা ও দুই সন্তান নিয়ে মাঠে যান। দলের সঙ্গে লাঞ্চও করতে দেখা যায় তাকে।আগামীকাল দিবাগত রাত ১টায় কোপেনহ্যাগেনে নিজিদের তৃতীয় ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ডেনমার্ক। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ