শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

বাগমারায় রাবার ড্যামে সুফল মিলছে না

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় বারনই নদীতে লক্ষ লক্ষ টাকায় নির্মাণের রাবার ড্যামের সুফল মিলছে না বলে কৃষকরা অভিযোগ করেছেন। এক সময়ে বর্ষা যেতে না যেতেই বারনই-ফকিরনী নদী শুকিয়ে যায়। দু’পাশে বিস্তৃর্ণ উর্বর জমি থাকলেও শুধু পানির অভাবে সেগুলো অকেজোই পড়ে থাকে। শুষ্ক মওসুমে পানির ভূগর্ভস্ত নীচে নেমে পানি সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে ২০১৭ সালে বরন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বাগমারার সীমান্তবর্তী নলডাঙ্গা-পুঠিয়ার জগদীশপুর এলাকায় বারনই নদীর উপর রাবার ড্যাম স্থাপন করে। এতে নদীর ধারের কৃষক ও জেলে পরিবারদের বেশ সুবিধা মিললেও পানি উন্নয়ন বোর্ডের অবহেলায় স্লুইস গেট অকেজোতে অধিক কৃষকের দুর্ভোগ বেড়েছে ।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, বিএমডিএ’র রাবার ড্যাম প্রকল্প কৃষক মৎসজীবি সহ নিম্ন আয়ের মানুষ উপকৃত হলেও কিছু কিছু এলাকার স্লুইসগেইট পুরাতন ও অকেজো হওয়ায় রাবার ড্যামে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ওই সব স্লুইস গেইট দিয়ে অতি সহজেই বিল এলাকায় পানি ঢুকে বিলের আবাদী জমি তলিয়ে যাচ্ছে। তিনি বাগমারা এলাকার অকেজো স্লুইস গেট গুলো সংস্কার করে নতুন গেইট নির্মাণ করে পানি প্রবাহ নিয়ন্ত্রন করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন। তার মতে, রাবার ড্যাম প্রকল্পে বেশ ভালো পরিকল্পনা তবে বর্ষা মওসুমের আগে ড্যাম নামিয়ে ফেলাসহ কিছু পদক্ষেপ নেয়া জরুরি বলে জানান তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ