রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রায়পুরে চলছে জাটকা নিধনের উৎসব

রায়পুর (লক্ষীপুর) সংবাদদাতা: লক্ষীপুরের রায়পুরের মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে জাটকা নিধনের মহোৎসব। স্থানীয় অসাধু মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে জোট বেঁধে কিছু জেলে ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে রূপালী ইলিশ ধ্বংস করছেন। এ কাজে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ কারেন্টন জাল। এবার জাটকার মৌসুমে প্রচুর জাটকা ধরার কারণে ইলিশ উৎপাদনে ধস নামতে পারে বলে আশংকা করছেন মৎস্য বিশেষজ্ঞরা। এতে চলতি বছর সরকারের কাঙ্খিত ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, মেঘনা নদীর চরভৈরবী, জালিয়ারচর, মেঘনা বাজার, বাবুর চর, হাজিমারা, কানিবগাচর, চরঘাসিয়া, চরলক্ষ্মী, পুরান বেড়ি, চান্দার খাল এলাকায় ব্যপক হারে জাটকা নিধন চলছে। প্রশাসনের নির্লিপ্ততায় নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন মাছ ঘাট এলাকায় দেখা গেছে জাটকা বিক্রির ধুম। মৎস্য বিভাগ আর কোস্টগার্ডের দায়সারা কাজকেই দোষারোপ করছেন সচেতন মহল।

অনলাইন আপডেট

আর্কাইভ