রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

দিশেহারা নিম্ন আয়ের মানুষ

বেতাগী (বরগুনা) সংবাদদাতা : পবিত্র মাহে রমযানকে সামনে রেখে বরগুনার বেতাগীতে নিত্যপণ্যের  দাম বেড়েই চলেছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে  নিম্ন ও  মধ্যম আয়ের মানুষ। এর সঙ্গে করোনা মহামারির প্রভাবে এখানকার জনজীবনে সংকট আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতিতে তারা আরও চরম বেকায়দায় পড়েছে।
সরেজমিনে দেখা গেছে,  প্রত্যন্ত অঞ্চলের বাজারসমূহে এরই মধ্যে চাল, ভোজ্যতেল, আটা-ময়দা, চিনি, মুরগি, মাছ-মাংস, সবজিসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন ক্রেতারা। বর্তমানে মোটা চাল কিনতে কেজিতে ৪৮ থেকে ৫০ টাকা গুনছেন ক্রেতারা, যা গত বছর রমজানে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। মাঝারি মানের বিআর-২৮ ও পাইজাম চালের দাম ৫২ থেকে ৫৬ টাকা। আর মিনিকেট পাওয়া যাচ্ছে ৬২ থেকে ৬৮ টাকায়। ভোজ্যতেলের দাম সম্প্রতি দুই দফায় বাড়িয়েছে কোম্পানিগুলো। নতুন করে আরও দাম বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দিয়েছে। ভোজ্যতেলের দাম লিটারে খোলা সয়াবিন ২ থেকে ৭ টাকা ও পাম সুপার ৩ থেকে ৬ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর  টিসিবিতে বর্তমানে ৯০ টাকা লিটারে সয়াবিন তেল, ৫৫ টাকায় চিনি, ৫০ টাকা মসুর ডাল ও ২০ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ