রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

তুরাগে পিস্তলসহ গ্রেফতার লিটনের জামিন চেম্বারে স্থগিত

স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির সময় বিদেশী পিস্তলসহ গ্রেফতার মোস্তফা কামাল লিটনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এই আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ। তিনি জানান, গত বছরের ৪ মার্চ ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় অস্ত্র, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই দিন র‌্যাবের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় গ্রেফতার মোস্তফা কামাল লিটনকে চলতি বছরের ২৩ মার্চ হাইকোর্ট জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি নিয়ে গতকাল চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।

অনলাইন আপডেট

আর্কাইভ