রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

বগুড়ায় ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অব্যাহত

বগুড়া অফিস: বিভিন্ন মার্কেট ও বাস চলাচল বন্ধ ছাড়া বুধবার বগুড়ায় জনজীবন অনেকটাই স্বাভাবিক ছিলো। গত ২ দিনের চেয়ে লকডাউনের ৩য় দিনে শহরে মানুষের ভিড় আরো বেশী ছিল। সকাল থেকেই শহরে ছিল তীব্র যানজট। সিএনজিচালিত অটোরিক্সা, ব্যক্তিগত পরিবহন, ব্যাটারীচালিত ইজিবাইক, অটোরিক্সা চলাচল করেছে। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে দোকান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ হয়েছে। এতে শহরের নিউ মার্কেট,শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট, টিএমএসএস মোবাইল মার্কেট, আল অমিন সপিং সেন্টার, রানার প্লাজার ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শামীম সরকার, শিবলু আলী সরদার, সিরাজুল ইসলাম রতন, শাহীন মন্ডল, মামুন হোসেন, রেজাউল করিম, সোহেল,  আব্দুর রশিদ, শেখর, লুৎফর রহমান, শাহীন প্রমুখ। 

এতে বক্তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নাই। তারা স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত দোকান খুলে দেয়ার দাবী জানান। অপরদিকে রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট ও শাপলা সুপার মার্কেট এই দাবীতে মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম আব্দুল হামিদ, আবুল হোসেন । 

অনলাইন আপডেট

আর্কাইভ