রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

অসময়ে টুইট করে বিপাকে নেইমার

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা তো দূরের কথা, এমনকি পিএসজির স্কোয়াডেও নাম আসেনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। বার্সেলোনার বিপক্ষে ওই ম্যাচে মাঠে নামার আগে নাকি সর্বোচ্চ চেষ্টা করেছেন নেইমার। কিন্তু সঠিক সময়ে প্রস্তুত ছিলেন না তিনি। আর তাতেই তার মাঠের বাইরের কার্যকলাপ ফের আলোচনায় চলে এসেছে। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ-এর মতে, নেইমারের বাঁধনহারা জীবনযাত্রাই তার ঘন ঘন চোটে পড়ার পেছনে অন্যতম কারণ। বিশেষ করে তার রাত জেগে পার্টি করা, একটানা ভিডিও গেম খেলা ও টেলিভিশন দেখার মতো বিষয়গুলোকে তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। সম্প্রতি বিশ্বখ্যাত রিয়্যালিটি শো ‘বিগ ব্রাদার’ এর ব্রাজিলিয়ান সংস্করণ নিয়ে একটু টুইট করেন নেইমার। টুইট করা পর্যন্ত ঠিকই আছে, কিন্তু সময়টা যে রাত ৩-৫৩ মিনিট। রাতবিরেতে এভাবে টেলিভিশন দেখা যে তার মতো বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের মোটেই উচিত নয় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে লা’কিপ। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ