রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আজ নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার: নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। করোনাভাইরাসের পর এবারই প্রথমবারের মতো কোনো বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ দলটি। এই সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে আর দিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। নিউজিল্যান্ডে ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে কুড়ি ওভারের সিরিজে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরের জন্য ইতিমধ্যে টিম স্পন্সর ও কিট স্পন্সর চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে টিম স্পন্সর হিসেবে থাকছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’ এবং টিম কিটস পার্টনার হয়েছে ‘ই-ফুড’। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বিসিবিকে দুই কোটি টাকা দিচ্ছে ইভ্যালি। চুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিউজিল্যান্ড সিরিজের জন্য অফিসিয়িল টিম স্পন্সর হিসেবে আমরা ইভ্যালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। টিম স্পন্সরের পাশাপাশি জার্সির স্পন্সরও তারা। ভবিষ্যতে আশা করবো, ইভ্যালি বড় পরিসরে আমাদের সঙ্গে থাকবে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় ইভ্যালিকে ধন্যবাদ।' ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোন স্পন্সর নেই বাংলাদেশ ক্রিকেট দলের। গত বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভার। এর পর থেকেই অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। তবে খুব দ্রুতই বিসিবি স্থায়ী চুক্তির ব্যবস্থা করবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘করোনার কারণে আমরা স্থায়ী চুক্তি করতে পারছি না। এছাড়া আমাদের সূচিগুলোও নিশ্চিত নয়। আমরা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে যাবো। আশা করি সেটি ২/৩ মাসের মধ্যেই হয়ে যাবে।' শুধুমাত্র এই সিরিজেই নয়, ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে আগ্রহী ইভ্যালি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মো. রাসেল বলেন, ‘আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। ইভ্যালি শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। সবসময় থাকবে। ক্রিকেটের সঙ্গে প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলো এগিয়ে আসছে। আমরা এখানে আসতে পেরে গর্বিত।' মিরপুরের হোম অব ক্রিকেটে স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন, এমডি মোহাম্মদ রাসেল, মার্কেটিং হেড আরিফ আর হোসাইন। বিসিবির পক্ষে স্পন্সরশিপ চুক্তির ঘোষণা দেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বাংলাদেশ দল: তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

অনলাইন আপডেট

আর্কাইভ