বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

তিন দিনে ২২,১১৩ জনকে টিকা প্রদান ॥ নতুন রোগী শনাক্ত ১৬

রাজশাহী অফিস : রাজশাহী বিভাগে করোনা প্রতিরোধ কার্যক্রমের আওতায় তিন দিনে ২২ হাজার ১১৩ জনকে ভ্যাকসিন তথা টিকা প্রদান করা হয়েছে। এর আগে এই বিভাগে ২৪ ঘন্টায় নতুন করেনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ জন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে চারজন, চাঁপাইনবাবগঞ্জে একজন, নওগাঁয় দুইজন, নাটোরে একজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে পাঁচজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারো মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯২ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪১৪ জন। এদের মধ্যে ২৩ হাজার ৭৬২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৬৭ জন কোভিড-১৯ রোগী। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, তিন দিনে রাজশাহী বিভাগে মোট ২২ হাজার ১১৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে মঙ্গলবারই টিকা নিয়েছেন ১৩ হাজার ১১৪ জন। প্রথম দিন রোববার টিকা নিয়েছিলেন ৩ হাজার ৭৫৭ জন। আর সোমবার দ্বিতীয় দিনে টিকা নিয়েছিলেন ৫ হাজার ৬৪২ জন। মঙ্গলবার টিকা গ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৮৪৩ জন পুরুষ এবং ৩ হাজার ২৭১ জন নারী। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, যারা হাসপাতাল থেকে টিকা নিয়েছেন তাদের সবাই সুস্থ আছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ