বুধবার ০১ মে ২০২৪
Online Edition

করোনাসহ আল্লাহর গজব থেকে মুক্তির জন্য তওবার বিকল্প নাই আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী

গত ৪ ফেব্রুয়ারী ঢাকার মোহাম্মদপুর ৩/১৪ ব্লক জি কাজী নজরুল ইসলাম রোড, লালমাটিয়াস্থ জৈনপুরী  দরবার শরীফ ও আদর্শ ইসলামি মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা কমপ্লেক্সের মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তাফসির ও দোয়া করেন চার তরীকার  মুরশিদ ও মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। সভাপতিত্ব করেন ডেসকোর সাবেক জি.এম আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম চৌধুরী ওয়াজ করেন প্রফেসর মোঃ সোহরাব হোসেন,  মাওলানা আলহাজ্ব মোঃ মাঈনুদ্দীন, দরবার শরীফের খলিফা শেখ মোঃ আকবর আলি, পীরজাদা আলহাজ্ব সৈয়দ আনিসুর রহমান ও তরুণ বক্তা পীরজাদা আলহাজ্ব সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। বয়ানে পীর সাহেব বলেন, করোনাসহ যাবতীয় বালা মছিবত ইত্যাদি আল্লাহর গজব থেকে মুক্তির জন্য তৌবার বিকল্প নাই। কেননা মানুষ যখন বিভিন্ন অন্যায় ও অশ্লীল কাজে লিপ্ত হয় তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আজাব ও গজব নাজিল হতে থাকে। যাহা অপ্রতিরোধ্য। উদাহরণ স্বরূপ,  ইসরাইলের জেরুসালেমে ত্রিশ লক্ষাধিক নাগরিককে টিকা দেওয়ার পরও দেশটিতে ভাইরাস বেড়েই চলেছে। পূর্বের ভাইরাসের পরিবর্তে এখন নতুন ধরনের ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। তাই আসুন! তৌবায়ে নাছুহা করে সকল প্রকার অন্যায় অত্যাচার পরিহার করে আল্লাহ ও রাসুল (সাঃ) প্রদর্শিত সরল ও সঠিক পথে ফিরে আসি। অন্যথায় আল্লাহর কোপ থেকে কেউ রেহাই পাবেন না, পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান সাহেব তার বক্তৃতায় বলেন, আল্লাহর ব্যাপারে কোন প্রকার মতভেদ নাই, যত মতভেদ প্রিয় রাসুল (সাঃ) কে নিয়ে। আখেরী জামানায় বিভিন্ন পথভ্রষ্ট  দল নিত্য নতুন মতবাদ প্রচার ও প্রসারের মাধ্যমে সরলমনা মানুষকে বিভ্রান্ত করছে। তাই সরল ও সঠিক পথের অন্বেষণে হককানী আলেম ও মাশায়েখের সান্নিধ্যে আসুন। মুর্খ পীর মুরশেদ ও দল নেতা কোন দিন সৎ পথের সন্ধান দিতে পারবেনা, আজ চর্তুদিকে প্রিয় নবীজির শান ও মান ধ্বংসে বাতেল ফেরকাহগুলে উঠে পড়ে লেগেছে। অথচ কমার্শিয়াল তথাকথিত ধর্ম গুরুদের কোন ভূমিকা ও প্রতিবাদ নাই। সর্বশেষ পীর সাহেব তার প্রতিষ্ঠিত আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসায় ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে কামিল এম.এ প্রর্যন্ত আবাসিক/ অনাবাসিক থাকা খাওয়া ফ্রি/ হাফ ফ্রি ও নারী এবং মহিলাদের হিফজখানায় ভর্তির সুসংবাদ দিয়ে আখেরী মোনাজাত করেন। বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ