বুধবার ০১ মে ২০২৪
Online Edition

আজ থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ থেকে আবারও ভিসা দেওয়া শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। আজ সোমবার  থেকে এই ভিসা দেওয়া হবে।  গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এক বার্তায় এ তথ্য জানান। এর আগে করোনা সংক্রমণের কারণে দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে ভিসা বন্ধ করে দিয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সোমবার থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এদিকে গত শনিবার থেকে দেশটির রাজধানী সিউলের বাইরে ব্যবসায়িক কার্যক্রমের ওপর থেকে কারফিউ শিথির করে দিয়েছে। এতে করে অসন্তোষ দেখা দিয়েছে দেশটির মানুষের মধ্যে। দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্ত রোগীদের অধিকাংশই সিউলের বাসিন্দা। এছাড়া বন্দর নগর, ইনচিওন, গেওঙ্গী প্রদেশেও কিছুসংখ্যক আক্রান্ত হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ