শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

করোনা-ভয়ে ভারত যাচ্ছেন না সিদ্দিকুর

স্পোর্টস রিপোর্টার: অনেকদিন ধরেই খেলার বাইরে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে অনুশীলন চলছে তার। চোখ রেখেছিলেন, ভারতের পেশাদার গলফের (পিজিটিআই) তিনটি প্রতিযোগিতায়। যার প্রথমটি জিভ মিলকা সিংয়ের নামে, হবে ৩ থেকে ৬ ডিসেম্বর চন্ডীগড়ে। দেড় কোটি টাকার প্রাইজমানির প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য এ মাসের শেষ সপ্তাহে ঢাকা ছাড়ার কথা ছিল সিদ্দিকুরের। কিন্তু করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত ভারত যাচ্ছেন না এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। সিদ্দিকুরের ভিসা প্রাপ্তি থেকে শুরু করে সবকিছুই ঠিক ছিল। আর্মি গলফ ক্লাবে নিয়মিত অনুশীলনও করে যাচ্ছিলেন। কিন্তু করোনার প্রভাবে তিনি পিছু হটেছেন। এ প্রসঙ্গে সিদ্দিকুর বলেছেন, ‘করোনার কারণে সাহস করতে পারিনি। তাই আমি ভারত যাইনি। সবই ঠিক ছিল। ধরুন এখান থেকে নেগেটিভ হয়ে যাব, যদি ওখানে (ভারতে) পজিটিভ হয়ে যাই, তাহলে কী হবে? তখন তো আমি দেশেও আসতে পারবো না।

অনলাইন আপডেট

আর্কাইভ