শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

পোল্যান্ডের শুটিংয়ে শাকিলের রৌপ্যপদক জয়

স্পোর্টস রিপোর্টার : পোলিশ ওপেন কালিবার প্রতিযোগিতায় এয়ার পিস্তল ইভেন্ট রৌপ্য পদক জিতেছেন শাকিল আহমেদ। করোনাকালে দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন। তাছাড়া এখন অনলাইন প্রতিযেগিতা অংশগ্রহণকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে গেছে। শুটিং ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি আসার পর একের পর এক আন্তর্জাতিক অনলাইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের শুটাররা। এই তো কিছুদিন আগে সিঙ্গাপুর ওপেনে রবিউল ইসলাম ও আব্দুল্লাহ হেল বাকী পদক জিতেছিলেন। এবার পোল্যান্ডের পোলিশ ওপেন কালিবার প্রতিযোগিতায় এয়ার পিস্তল ইভেন্ট রৌপ্য পদক জিতেছেন শাকিল আহমেদ। এই পদক জিতে সবার মুখে হাসি ফুটিয়েছেন কমনওয়েলথ গেমসে পদকজয়ী পিস্তল শুটার। পোল্যান্ডের এই প্রতিযোগিতায় সোনা জিতেছেন আজারবাইজানের লুনেভ রুসলান। তার স্কোর ২৪১.৭। তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে বাংলাদেশের শাকিল ২৪০.১ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন। এছাড়া ইউক্রেনের কস্তভেইচ ওলেনা ২১৮.৮ স্কোর করে জিতেছেন ব্রোঞ্জ। এর আগে ইন্দোনেশিয়ান ওপেনে রৌপ্য পদক জিতেছিলেন শাকিল। যদিও এরপরই সিঙ্গাপুরের প্রতিযোগিতায় হয়েছিলেন চতুর্থ। আবারও একটা রৌপ্য পদক  জিতে বাংলাদেশের অন্যতম সেরা শুটার জানিয়ে দিলেন ফর্মটা তিনি হারাননি।

অনলাইন আপডেট

আর্কাইভ