শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

বঙ্গবন্ধু দূরপাল্লা সাঁতারে সেরা ফয়সাল-নাঈমা

স্পোর্টস রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নারী বিভাগে একই প্রতিষ্ঠানের নাঈমা আক্তার প্রথম হয়েছেন। গতকাল শনিবার গোপালগঞ্জের মধুমতি নদীতে হয়েছে এই প্রতিযোগিতা। সকালে পুরুষদের ১০ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও তৃতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া। মহিলাদের ৮ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সবুরা খাতুন।

প্রথম স্থান অর্জনকারীদের ১৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ১০ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে দেয়া হয়েছে ৩ হাজার টাকা করে।এর আগে ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৭ জন পুরুষ সাঁতারু এবং ৭ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছিল। অংশগ্রহণকারী সাঁতারুরা হলেন- পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, জুয়েল আহম্মেদ, বাংলাদেশ নৌবাহিনীর মো. কাজল মিয়া, পলাশ চৌধুরী, ইছামতি সুইমিং ক্লাব পাবনার মো. শিপন, বাংলাদেশ আনসারের মো. আশিক শেখ ও গোপালগঞ্জ সুইমিং ক্লাব এর দীন ইসলাম।মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর নাঈমা আক্তার, সবুরা খাতুন, বাংলাদেশ নৌবাহিনীর জুলি আক্তার, বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন, আমলা সুইমিং ক্লাব কুষ্টিয়া এর মুক্তা খাতুন, ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার বৈশাখী খাতুন ও গোপালগঞ্জ সুইমিং ক্লাব এর সুমাইয়া আক্তার।বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ