বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ম্যান ইউর কষ্টার্জিত জয় ॥ হেরেছে ম্যানসিটি

ঘরের মাঠে জয় পেতে ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১-০ গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে রেড ডেভিলরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্দশ মিনিটে অঁতনি মার্শিয়ালের শট ফেরান ওয়েস্ট ব্রম গোলরক্ষক। 

২১তম মিনিটে লিড নিতে পারতো ওয়েস্ট ব্রম। কারল্যান গ্র্যান্টের শট ম্যানইউ অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৩ মিনিটে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের নেয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ওয়েস্ট ব্রম গোলরক্ষক স্যাম জনস্টন। কিন্তু শট নেয়ার আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় দ্বিতীয়বার পেনাল্টির নির্দেশ নেন রেফারি।দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি পর্তুগিজ মিডফিল্ডার।আরেক ম্যাচে টটেনহ্যামের ঘরের মাঠে পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। স্পার্সদের এগিয়ে দেন সন হিয়ুং মিন। সিটিজেনদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা সিটিজেনরা সমতায় ফিরতে পারতো দশম মিনিটেই। ডিবক্সে গ্যাব্রিয়েল জেসুস বল হারালে গোলের সুযোগ পান কেভিন ডি ব্রুইনা। বেলজিক মিডফিল্ডারের শট জেসুসে গায়ে লেগে ফেরে। চতুর্দশ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় হ্যারি কেনের গোল। ২৭তম মিনিটে ম্যানসিটির আইমেরিক লাপোর্তের গোল ভিএআর দেখে বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন জিওভান্নি লো সেলসো। মাঠে নামার ৩৫ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। ৬৫ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় হোসে মরিনহোর দলের।এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে টটেনহ্যাম। ৯ ম্যাচে স্পার্সদের সংগ্রহ ২০ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে ম্যানইউ। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ