রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

দুই দিন পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল

স্পোর্টস রিপোর্টার : পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপের ফাইনাল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দুই দিন পিছিয়ে গেছে ম্যাচটি। 

গতকাল বিকেল ৫টা বাজার কয়েক মিনিট আগে বিসিবি থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ২৩ অক্টোবর শুক্রবারের ফাইনাল হবে না। নাজমুল হোসেন শান্ত আর মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রেসিডেন্টস কাপের ফাইনালের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, দুই দিন পিছিয়ে আগামী ২৫ অক্টোবর রোববার ফাইনালটি নেয়া হয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বিসিবি থেকে জানানো হয়েছে যে, আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দেখেই ফাইনাল পিছানোর সিদ্ধান্ত হয়েছে। যদিও রবিন লিগের ম্যাচের মত ফাইনালেও একদিন রিজার্ভ ডে ছিল। কিন্তু বিসিবি আর কোনোরকম দ্বিধা-সংশয়ে থাকতে নারাজ। একবারে ২৩ অক্টোবরের ফাইনাল আবহাওয়ার পূর্বাভাস দেখে ২৫ অক্টোবর নিয়ে যাওয়ার সিদ্ধান্তকেই সঠিক মনে করছে বোর্ড।

 

অনলাইন আপডেট

আর্কাইভ