রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ভালো আছেন মুশফিক খেলতে পারেন ফাইনালেও

স্পোর্টস রিপোর্টার : গ্রুপ পর্বের শেয ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম। তবে তাকে নিয়ে শঙ্কার কিছু নেই। তার চোট গুরুতর নয়। কাঁধের ব্যথা কমেছে। স্বাভাবিক নড়াচড়াও করছেন। তবে ফাইনাল খেলবেন কি না এখনও তা অনিশ্চিত। গতকাল টিম হোটেলে লম্বা সময়ব্যাপী সুইমিংও করেছেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন গতকাল তার চোট খুঁটে খুঁটে  দেখেছেন। তাদের মনে হয়নি কাঁধে স্ক্যান করানোর প্রয়োজন আছে । নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের মধ্যে ফাইনাল রোববার। এই ম্যাচে মুশফিককে নাজমুল একাদশ পাবে কি না তা নিয়ে বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন ‘ডান কাঁধে চোট পেয়েছিল। চোট গুরুতর নয়। ফাইনাল খেলতে পারবে কি না, মাঠে (ফাইনালের দিন) যাওয়ার পর সিদ্ধান্ত হবে।’ বুধবার ইনিংসের ২৬তম ওভারের চতুর্থ বলে মাঠ ছাড়েন উইকেটকিপিংয়ে থাকা মুশফিক। পেসার আল-আমিন হোসেনের বাউন্সার সামলাতে হিমশিম খেয়েছিলেন ইয়াসির আলী রাব্বী। কোনোমতে ব্যাট তাক করে রেহাই পান। কিন্তু তার ব্যাটে বল লেগে উঠে যায় শূন্যে। উইকেটের পেছন থেকে শর্ট থার্ড ম্যান পর্যন্ত দৌড়ে গিয়েছিলেন মুশফিক। দিয়েছিলেন ডাইভ। মুশফিকের গ্লাভস ছুঁয়ে বেরিয়ে যায় বল। ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে যায়। ডাইভ দেওয়ার সময় তার হাত শরীরের পেছনে পড়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল হাত ও কাঁধের জয়েন্টে চোট পেয়েছেন। ফিজিওদের সাহায্য নিয়ে মাঠ ছাড়েন তিনি। ড্রেসিংরুমে তাকে চোট আক্রান্ত স্থানে বরফ দিতে দেখা গেছে। নাজমুল একাদশের ফিজিও খাদেমুল ইসলাম শাওন বলেন,‘আমরা এখনও মুশফিকুর রহিমকে পর্যবেক্ষণে রেখেছি। তার অবস্থা বেশ ভালোই। ভয়ানক কিছু না। ফাইনালে খেলতে পারবে কি না, এটা এখন বলতে পারছি না। মাঠে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো। সে যদি স্বাচ্ছন্দ্যে ব্যাটিং, ফিল্ডিং করতে পারে তাহলে খেলার অনুমতি দেওয়া হবে। তবে খেলার সম্ভাবনা বেশি, এটুকু বলতে পারি। তবে এটা আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত নয়।’

অনলাইন আপডেট

আর্কাইভ