রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ম্যারাডোনা করোনা নেগেটিভ

 

আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার যেমন বয়স, তাতে তিনি সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এমন কথা কয়েক মাস ধরেই বলা হচ্ছিল। তখন তাকে অনুশীলনের জন্য মাঠে নামাতেও রাজি ছিল না তার ক্লাব জিমনাসিয়া লা প্লাতা। তার পরেও করোনা সংক্রমণের আশঙ্কায় পড়ে গিয়েছিলেন সম্প্রতি। কিন্তু সোমবার করোনা পরীক্ষার পর জানা গেলো, তিনি করোনা নেগেটিভ। এমন তথ্য জানিয়েছেন তার আইনজীবী।১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকা শুক্রবার এক করোনা পজিটিভ খেলোয়াড়ের সংস্পর্শে এসেছিলেন। জানা গেছে, সেই খেলোয়াড়ের নাম ফাকুন্দো কন্তিন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল ম্যারাডোনাও বুঝি সংক্রমিত হয়েছেন।তখন তার স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে সোমবার করা হয় করোনা পরীক্ষা। ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা পরে টুইটারে জানিয়েছেন, ‘ডিয়েগো ম্যারাডোনার যে পরীক্ষাটি করা হয়েছিল, সেখানে তিনি করোনা নেগেটিভ হয়েছেন। যারা আর্জেন্টাইন কিংবদন্তির জন্য উদ্বেগ ও শুভকামনা জানিয়েছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’ বর্তমানে ম্যারাডোনা আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়া লা প্লাতার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ৫৯ বছর বয়সী এই তারকা বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতাতেও ভুগছেন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ