ঢাকা, শুক্রবার 03 May 2024, ২০ বৈশাখ ১৪৩০, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

সংগ্রাম অনলাইন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

বিপ্লব বলেন, এখন পর্যন্ত আল্লাহর রহমতে স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় স্যার হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্তর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

তিনি জানান, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের (জাহাঙ্গীর কবির নানক) করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্যকোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য মাঠ পর্যায় থেকে কাজ করে গিয়েছি নানক।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ