বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

অতি লোভে জুয়া খেলায় ঝুঁকেছে ভ্যান-রিক্সাচালকসহ নিম্ন আয়ের মানুষ

মাগুরা সংবাদদাতা: তীর খেলায় নিঃস্ব হচ্ছে মাগুরার নিম্ন আয়ের মানষেরা। অনলাইনে জুয়া খেলার বিস্তার মাগুরাতে বেড়েই চলছে। তীর কাউন্টার ডট এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে জুয়া। ১ টাকায় ৭০ টাকা লাভের লোভ দেখিয়ে বিক্রি করা হচ্ছে জুয়ার সংখ্যা। একজন একাধিক সংখ্যাও কিনতে পারেন। দিনে দুবার ড্র হচ্ছে। এতে একজন লাভবান হলেও নিঃস্ব হচ্ছে হাজারো নিম্ন আয়ের মানুষ। মাগুরার রিকসা চালক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষেরাই অতি লোভে মোবাইলে ফোনের মাধ্যমে খেলছে এ জুয়া খেলা। ছোট ব্যবসায়ী, ফেরিওয়ালা সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকেও টার্গেট করছে এজেন্টরা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, ভারতের শিলংয়ে এই জুয়া খেলা চালু হয়। আর গত ৬ মাস ধরে বিভিন্ন এজেন্টদের মাধ্যমে বাংলাদেশে এ জুয়ার সংখ্যা বিক্রি করা হয়ে থাকে। এ জন্য বাংলাদেশী এজেন্টদের দেয়া হয় কমিশন বাবদ টাকা। চক্রটি মাগুরা থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বুধবার বিকেল ৫ টায় স্থানীয় পিটিআই পাড়ার মোড়ে সংঘঠিত এ তীর খেলায় ভ্যান চালক আতিক (২৪) ৬শ টাকা, রিক্সা চালক মতিয়ার (২২) ৪শ টাকা, অটোরিক্সা চালক সামছু (১৮) ৩শ টাকা হারিয়ে খালি হাতে বাড়ী ফেরে। মাগুরা শহরের বিভিন্ন বস্তি এলাকায় ভাড়ার বাসায় স্ত্রী-পুত্র নিয়ে বাস করে তারা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশান বিভাগের একজন কর্মকর্তা জানান, জুয়াড়ীরা গ্রাম গঞ্জ থেকে শহর পর্যন্ত বিভিন্ন জায়গায় তৎপর থাকার চেষ্টা করে থাকে। অন লাইনে জুয়া খেলার অপরাধে বেশ কিছু চক্রকে আমরা আটক করেছি। ভিন্ন ভিন্ন নামে আরো যারা অনলাইনে জুয়া খেলা পরিচালনা করছে, তাদের বিরুদ্ধেও চলছে আমাদের অভিযান। অনতিবিলম্বেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অনুসন্ধানে জানা গেছে, “তীর কাউন্টার ডট কম” অনলাইন খেলায় চলছে রমরমা ব্যবসা। ১০ টাকায় ৭০০ টাকা পাওয়ার লোভে শিশু থেকে বৃদ্ধ এই জুয়া খেলায় মেতে উঠেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ