বুধবার ০১ মে ২০২৪
Online Edition

সিরাজগঞ্জে যানজট নিরসনের উদ্যোগ শুধু কাগজে-কলমে

শাহজাহান (তাড়াশ) থেকে : সিরাজগঞ্জ শহরে এবং সড়ক মহাসড়কে অবৈধ টোল কোনভাবেই ধামামো গেল না। অবৈধ টোল এবং যানজট নিরসন কাগজে কলমে রয়ে গেল। এর সাথে অতিরিক্ত বাস ভাড়া জনদুর্ভোগের যেন শেষ নেই। শহরের ব্যস্ততম নিউ ঢাকা রোডে যানজট বেড়েই চলছে। এমএ মতিন বাস টার্মিনাল থেকে মালসাপাড়া কবরস্থান পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এ সড়কের এক কিলোমিটার অংশজুড়ে যানবাহনের অবৈধ পার্কিং কোনোভাবেই দমানো যাচ্ছে না। জেলা আইনশৃঙ্খলা সভায় ১৩ বছর ধরে এ সমস্যা নিয়ে আলোচনা হলেও হয়নি সমাধান। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে রেজুলেশন করা হলেও বাস্তবে তা পড়ে থাকে শুধুই কাগজে-কলমে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে পৌরসভা থেকে জেলা শহরের এমএ মতিন বাস টার্মিনালটি সম্প্রতি আধুনিকায়ন করা হয়। শহরবাসীর প্রত্যাশা ছিল বাস টার্মিনাল সংস্কারের পর নিউ ঢাকা রোডের বাসের অবৈধ কাউন্টারগুলো অপসারণ করা হবে। কিন্তু তা হয়নি, বরং গন্তব্যস্থল ছেড়ে যাওয়ার আগে যাত্রী সংগ্রহে টার্মিনালের মুখের সামনে বাস রেখে যানজট তৈরি করছেন শ্রমিকরা। টার্মিনালের পূর্বদিকে বাজার স্টেশন স্কয়ার ও মুক্তির সোপানে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বেশ কয়েকটি অবৈধ স্ট্যান্ড রয়েছে। কাজীপুর, এনায়েতপুর ও বেলকুচি রুটের ডজন খানেক বাস বাজার স্টেশনে সকাল-সন্ধ্যা গায়ের জোরে যাত্রী ওঠানামা করে। ঢাকার মহাখালী, মিরপুর, কালশী রুটসহ চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বেশ কয়েকটি সার্ভিস বাসের অবৈধ কাউন্টারও রয়েছে এখানে। অন্যদিকে, নিউ ঢাকা রোডে ট্রাক শ্রমিক অফিসের পাশে জিআরপি থানার সামনে রেলের সরকারি জায়গায় রয়েছে অবৈধ মিনি ট্রাক স্ট্যান্ড। সেখান থেকে নিউ ঢাকা রোডে পাথর, ভুট্টা ও সিমেন্টের ক্লিঙ্কারবাহী শতাধিক ট্রাক চলাচল করে। গোশালা রেলগেট মোড়ে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ রিকশার স্ট্যান্ড রয়েছে। এখানে সওজের জায়গায় কার, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক পার্কিং করা হয়। এ সড়কের মালসাপাড়া কবরস্থানের সামনে রয়েছে কাজীপুরের মিনি বাসস্টপ। পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, শহরের বাজার স্টেশনে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডগুলোর বৈধতা নিয়ে মেয়রের সঙ্গে আলোচনা হয়েছে। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।  জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, বিষয়টি দেখার দায়িত্ব মূলত পৌর মেয়রের। তিনি অভিযানের উদ্যোগ নিলে আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব। জেলা বাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, শহরের বাজার স্টেশন এলাকায় পৌরসভার কোনো বৈধ বাস বা অটোরিকশা স্ট্যান্ড নেই। তার পরও পৌর কর্তৃপক্ষ কীভাবে টোল আদায় করছে, প্রশাসনেরও এসব দেখা উচিত। মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, শহরের মাঝখান থেকে ট্রাক স্ট্যান্ড সরানোর বিষয়টি প্রক্রিয়াধীন। টাঙ্গাইল, বগুড়াসহ অনেক জেলার পৌর এলাকায় চলাচলরত বাস, ট্রাক ও অটোরিকশায় স্বাভাবিকভাবে টোল আদায় করা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ