রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৫

১২ সেপ্টেম্বর, রয়টার্স : যুক্তরাষ্ট্রের ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনে ভয়াবহ দাবানলে প্রাণহানি সংখ্যা বেড়ে অন্তত ২৫ হয়েছে। দাবানলের বর্তমান কেন্দ্রস্থল ওরেগন অঙ্গরাজ্যের প্রায় পাঁচ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। দাবানলে কয়েকদিনে হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে গেছে। গত অগাস্ট থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে পড়া এই দাবানলে এখন পর্যন্ত যে পরিমাণ ভূমি পুড়ে গেছে তা প্রায় নিউ জার্সির সমান।

দাবানলের কারণে লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। দাবানল এ সপ্তাহে ওরেগন অঙ্গরাজ্যে অন্তত পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণহানির সংখ্যা আরো অনেক বাড়বে বলে সতর্ক করেছেন ওরেগনের গভর্নর কেট ব্রাউন। শুক্রবার তিনি বলেন, তিনটি কাউন্টিতে এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারীরা দাবানলে সম্পূর্ণ পুড়ে যাওয়াও ছয়টি ছোট শহরের জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানান জরুরি ব্যবস্থাপনা প্রধান অ্যান্ড্রু ফেলপস। বলেন, ‘‘যতটা দ্রুত এবং ভয়াবহ রূপ নিয়ে দাবানল শহরগুলোকে গিলে খেয়েছে, তাতে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার আশঙ্কা আছে।” দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাতাস মারাত্মক দূষিত হয়ে উঠেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সাংবাদিকদের বলেন, ‘‘এই আবহাওয়া মারাত্মক বিপজ্জনক। এটা সত্যি এবং এটাই ঘটছে।”

দাবানলের মধ্যে চার সন্তান নিয়ে কোনো রকমে নিজের বাড়ি থেকে পালিয়ে প্রাণরক্ষা করেন ৪১ বছরের বিয়েট্রিজ গোমেজ বোলানোস।

অনলাইন আপডেট

আর্কাইভ