শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

কওমী মাদরাসাগুলো খুলে দিন

কওমী মাদরাসাসমূহ খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ১১০ জন আলেম। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, কোরআন-হাদিস পড়ে, তাহাজ্জুদ পড়ে দোয়া করা হলে দেশে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কোরআন-হাদিসের বরকতে দেশ থেকে করোনাসহ সকল প্রকার মহামারী বিদায় নিবে ইনশাআল্লাহ । কোরআন হাদিসের শিক্ষা বন্ধ রেখে বিপদ থেকে মুক্তির আশা করা যায় না।
বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমী মাদরাসার পঁচিশ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমী মাদরাসাসমূহের নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায়নি। দীর্ঘদিন কওমী মাদরাসা বন্ধ থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর মূল্যবান সময় ও জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসংখ্য মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিক্ষা জীবন থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তারা আরো বলেন, জনগণের কল্যাণে সরকার যখন অফিস-আদালত, গার্মেন্টস-ইন্ডাস্ট্রি মার্কেটসহ সবকিছুই শর্তসাপেক্ষে খুলে দিয়েছেন। রেল-বাস, লঞ্চের মতো গণপরিবহন চালু করেছেন। সেহেতু দেশের সবচেয়ে বেশি পরিষ্কার-পরিছন্নতা ও পবিত্রতার সাথে চলতে অভ্যস্ত কওমী মাদরাসাগুলো খুলে দেয়াই যুক্তিসঙ্গত। শিক্ষার্থীদের আরো একটি শিক্ষাবর্ষ কুরআন- হাদীসের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকুক এটা কাম্য হতে পারে না। বিবৃতিতে ওলামায়ে কেরাম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কুরআন-হাদীস চর্চার কেন্দ্র কওমী মাদরাসাসমূহ অবিলম্বে খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতা আলেমগণ হলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, প্রিন্সিপাল ও শায়খুল হাদিস, বাবুনগর মাদরাসা, চট্টগ্রাম। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আমীর বাংলাদেশ খেলাফত আন্দোলন ও মহাপরিচালক, জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর মাদরাসা। সাবেক মন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, সহ সভাপতি, বেফাক। মাওলানা নুরুল ইসলাম, শায়খুল হাদিস ও প্রিন্সিপাল, মাখজানুল উলূম খিলগাঁও, ঢাকা। শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম (আদীব সাহেব হুজুর), মহাপরিচালক ওলামা বাজার মাদরাসা ফেনী। মুফতি জসিম উদ্দিন, মুহাদ্দিস হাটহাজারী মাদরাসা চট্রগ্রাম। মাওলানা মাহফুজুল হক, প্রিন্সিপাল, জামিয়া রহমানিয়া মুহাম্মদপুর। মুফতি মুবারকুল্লাহ, মহাপরিচালক জামিয়া ইউনুছিয়া ব্রাক্ষণবাড়ীয়া। শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক, খতিব ময়মনসিংহ বড় মসজিদ। মুফতি গোলাম রহমান প্রিন্সিপাল মারকাজুল উলুম খুলনা। শায়খুল হাদিস আল্লামা সোলায়মান নোমানী। শায়খুল হাদিস মুফতি আব্দুল বারী, প্রিন্সিপাল, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, ঢাকা। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব কাপাসিয়া, গাজীপুর। শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল বরিশালী। মাওলানা আব্দুর রহমান, শায়খুল হাদিস উজানী মাদরাসা চাঁদপুর। মাওলানা আবুল কালাম প্রিন্সিপাল, জামিয়া মুহাম্মদিয়া, মোহাম্মদপুর, ঢাকা। শায়খুল হাদিস আল্লামা শেখ আজীমুদ্দীন। শায়খুল হাদিস মাওলাানা আব্দুল আউয়াল, খতিব, ডি আই টি মসজিদ, নারায়নগঞ্জ। মাওলানা আবু তাহের জিহাদী, প্রিন্সিপাল দেওভোগ মাদরাসা, নারায়ানগঞ্জ। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, শায়খুল হাদিস জামিয়া দারুল কুরআন সিলেট। শায়খুল হাদিস মুফতি মহিবুল হক, মুহতামিম, দরগাহ মাদরাসা সিলেট। মাওলানা শাব্বির আহমাদ রশীদ মুহতামিম, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ। মাওলানা হাজী ফারুক আহমাদ, শায়খুল হাদিস ইশাআতুল উলূম লক্ষীপুর। মাওলানা মুফতি কুতুবুদ্দিন, শায়খুল হাদিস নানুপুর মাদরাসা চট্রগ্রাম। মুফতি মোহাম্মদ আলী, মহাসচিব, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন। ড. মাওলানা মোহাম্মদ ঈসা শাহেদী, আমীর ইসলামী ঐক্য আন্দোলন। মাওলানা সারোয়ার কামাল আজিজী, সভাপতি নেজামে ইসলাাম পার্টি। মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। মাওলানা জুনায়েদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা মুজিবুর রহমান হামিদী, নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত আন্দোলন। মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মুহাদ্দিস লালবাগ মাদরাসা। মাওলানা খোরশেদ আলম কাসেমী, নায়েবে আমীর বাংলাদেশ খেলাফত মজলিস। মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর খেলাফত মজলিস, মুফতি মুসা বিন ইজহার, মহাসচিব, নেজামে ইসলাাম পার্টি। মাওলানা ফজলুল করীম কাসেমী, মুহতামিম, আল ইহসান মাদরাসা মিরপুর, ঢাকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ