বুধবার ২২ মে ২০২৪
Online Edition

ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনেকেই

স্পোর্টস রিপোর্টার : করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমে এলেই মাঠের অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। কারণ স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের অনুশীলন ফেরাতে সব ধরনের প্রস্তুতিই নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ক্রিকেটাররাও তাদের অভিভাবক সংস্থার সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। তবে কেউ কেউ ইতোমধ্যেই ব্যক্তিগত উদ্যোগে অনুশীলনে নেমে পড়েছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, আল আমিন হোসেন, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। রোজার পর থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ শহর ফেনী সরকারি কলেজ মাঠে রোজ করে রানিং, বোলিং ও ব্যাটিংয়ে ঘাম ঝরিয়ে যাচ্ছেন সাইফউদ্দিন। তবে কয়েকদিন হলো বৃষ্টিতে তা বিঘিœত হচ্ছে। জাতীয় দলে নিয়মিত হওয়ার চেষ্টায় নিজ শহর রাজশাহীতে অনুশীলন শুরু করেছেন আরেক ক্রিকেটার সাব্বির রহমানও। রাজশাহী সেরিকালচার (রেশম চাষ) মাঠে একা একা করছেন রানিং, ক্লেমনের জিমনেশিয়ামে সারছেন ফিটনেসের কাজ। আর ব্যাটিং অনুশীলন করছেন বিভাগীয় স্টেডিয়ামের ইনডোরে। নিজ শহর ঝিনাইদহতে নিয়মিতই বোলিং অনুশীলন করে যাচ্ছেন লম্বা বিরতির পরে জাতীয় দলে নিয়মিত হয়ে উঠা পেসার আল-আমিন হোসেন। তার  ফেইসবুক প্রোফাইলে আপলোড হওয়া সেই ভিডিও হয়ত কারোর চোখই এড়ায়নি। দেশের আরেক বিভাগীয় শহর সিলেটে বেশ কিছুদিন হলো ফিটনেস ও স্কিল অনুশীলন শুরু করেছেন পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন। তবে এবাদত হোসেন কেবল ফিটনেস করেই ক্ষান্ত আছেন। স্কিল ট্রেনিংয়ের জন্য বাসার অদূরে সপ্তাহ দুয়েক আগে পিচ তৈরি করলেও টানা বৃষ্টিতে এখনো হাতে বল তুলে নেওয়া হয়নি তার। তবে ঢাকায় বসবাসকারী ক্রিকেটারদের মধ্যে সবার আগে আউটডোর স্কিল অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহিম। রাজধানীর বেরাইদের ফোর্টিস গ্রুপের মাঠে গত সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করেছেন মিস্টার ডিপেন্ডেবল। সবমিলিয়ে করেছেন দুইদিন। তাকে দেখে মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবালসহ জাতীয় দলের আরো দু একজন এই মাঠে স্কিল অনুশীলনের চিন্তা ভাবনা করেছেন। ঢাকায় বসবাসকারী আরেক ক্রিকেটার-তাসকিন আহমেদও বসে নেই। রাজধানীর বসিলার বালুতে, বাসার গ্যারেজে চলছে তার নিয়মিত ফিটনেস অনুশীলন। বোলিং ড্রিলটাও গ্যারেজে সারছেন। কিন্তু আউটডোরে পুরোদস্তুর স্কিল ট্রেনিংয়ে (বোলিং) এখনো তাকে দেখা যায়নি। অনতি বিলম্বে সেটাও নিশ্চয়ই শুরু করে দিবেন লাল সবুজের জার্সিতে অভিষেকেই চমকে  দেওয়া এই গতিতারকা। জাতীয় দলের হয়ে খেলা রাজশাহীর বিভাগের আরেক তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তও ব্যক্তিগত উদ্যোগে স্কিল ট্রেনিং শুরু করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ উদ্ভুত পারিবারিক ঝামেলায় তা পিছিয়ে গেছে। যদিও তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে অনতি বিলম্বেই মাঠে নেমে পড়বেন।

অনলাইন আপডেট

আর্কাইভ