বুধবার ০১ মে ২০২৪
Online Edition

আর্থিক ক্ষতির মুখে ঘরোয়া লিগের ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার : করোনা ভাইরাসের কারণে মাঝপথে চলতি মৌসুম বাতিল হওয়ায় নানা সমস্যার সম্মুখীন ফুটবলাররা। কেউ আছেন আর্থিক সংকটে, কেউবা ফিটনেস ঘাটতিতে। মাঠে ফিরতে ব্যাকুল হয়ে আছেন ফুটবলাররা। তাইতো আগামী মৌসুমটা একটু আগে আগেই শুরু করার অনুরোধ তাদের।ফেডারেশন কাপ ছাড়া আর কিছুই হয়নি এবার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ছয় রাউন্ড খেলা হওয়ার পর ক্লাবগুলোর দাবিতে মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করেছে বাফুফে। এ অবস্থায় বসুন্ধরা কিংস ছাড়া বাকি ১২ ক্লাবের ফুটবলারদের এখন আর খেলা নেই। আগামী মৌসুম কবে শুরু হবে তাও ঠিক নেই। ঘরোয়া খেলাধুলা কবে শুরু হতে পারে সে ঘোষণা জুনের পর ছাড়া দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। ফুটবল মৌসুম বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন দেশের বেশিরভাগ ফুটবলার। জাতীয় দল ও আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা বাফুফের কাছে বিশেষভাবে অনুরোধ করেছেন যাতে পরের মৌসুমের দিনক্ষণটা তাদের দ্রুত জানিয়ে দেয়া হয়। ‘যেহেতু এ বছরের লিগটা বন্ধ হয়ে গেছে, তাই বাফুফেকে অনুরোধ করব পরের লিগটা যেন তাড়াতাড়ি শুরু হয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিগ খেলেই আমাদের পরিবার চলে। আমি মনে করি বাফুফে যদি পরের মৌসুম শুরুর সিদ্ধান্তটা দ্রুত দেয় তাহলে আমরা ফুটবলারা মানসিকভাবে একটু স্বস্তিতে থাকতে পারব। তাই বাফুফের কাছে আমাদের দাবি তারা যেন দ্রুত পরের মৌসুমের সূচি ঘোষণা করে’- বলেছেন সোহেল রানা। জাতীয় দলের মিডফিল্ডার আবদুল্লাহ বলেন, ‘লিগ বন্ধ হয়ে গেছে। আমরা ফুটবলাররা চাই যাতে দ্রুত লিগটা শুরু হয়। কারণ এভাবে ঘরে বসে থাকলে আমরা ফিটনেস ধরে রাখতে পারব না। লিগ শুরু হলে জাতীয় দলের জন্যও ভালো হবে। ক্লাব এবং ফুটবলার কোন পক্ষেরই যাতে ক্ষতি না হয় সেভাবে যেন বাফুফে একটা সিদ্ধান্ত নেয়। পরের লিগটা শুরু হতে যদি বেশি বিলম্ব হয় সেটা আমাদের ফিটনেসের জন্য নেতিবাচক হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ