রবিবার ১২ মে ২০২৪
Online Edition

সমিতির সদস্যদের মধো সুদমুক্ত ঋন প্রদানের সিদ্ধান্ত গৃহীত

সিলেট ব্যুরো: সিলেট জেলা আইনজীবী সমিতির এক বিশেষ সাধারণ সভা সোমবার দুপুর ১২ টায় ২নং বার হলে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এটিএম ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব ও এডভোকেট মাসুদুর রহমান মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম।
প্রায় চার শতাধিক আইনজীবীর উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সমিতির সদস্যদের মাঝে ২ বছরের মধ্যে ফেরত যোগ্য এবং সুদ মুক্ত ঋন সুবিধা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী ১৩ মে সকাল ১০ টা বেলা ৩ টা পর্যন্ত ধারাবাহিক ভাবে ঋন প্রদান করা হবে।
সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সহ-সভাপতি এডভোকেট মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান ও এডভোকেট রেদওয়ানুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন ও এডভোকেট আব্দুল ওয়াদুদ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট প্রদীপ ভট্রাচার্য, এডভোকেট আব্দুল মালেক, এডভোকেট মুছলেহ উদ্দিন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এডভোকেট মোস্তাফা শাহীন চৌধুরী, এডভোকেট আলতাফ হোসেন, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট অনুজ রায়, এডভোকেট আব্দুল হাই, এডভোকেট জহুরুল ইসলাম, এডভোকেট আলিম উদ্দিন, এডভোকেট বাবুল বেগ, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট একরামুল হক শিরু, এডভোকেট তাজবিহান জামান, এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট আল আসলাম মোমিন, এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, এডভোকেট মাসুদ আহমদ চৌধুরী মহসিন, এডভোকেট আলী আসগর মোঃ সেলিম, এডভোকেট শফিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এডভোকেট কুতুবউদ্দিন ও গীতা পাঠ করেন এডভোকেট দীলিপ কুমার চৌধুরী।

অনলাইন আপডেট

আর্কাইভ