ঢাকা, রোববর 19 May 2024, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী
Online Edition

করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিচ্ছেন ট্রাম্প!

ফাইল ফটো

সংগ্রাম অলাইন ডেস্ক: নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামার আগে দেশের অর্থনীতি চালু করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এটা করতে গিয়ে তিনি এতটা মরিয়া হয়ে পড়েছেন যে, জনস্বাস্থ্যের হুমকিকেও তোয়াক্কা করছেন না।লক ডাউন তুলে দেয়ার পরিকল্পনার পাশাপাশি প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে গঠিত হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙ্গে দিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শণে এসে ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশকে পূর্বের জায়গায় ফিরিয়ে আনছি।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্স ভেঙ্গে দেয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। এছাড়া প্রতিদিন এক হাজারের বেশি মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, যদি যুক্তরাষ্ট্রে সবকিছু খুলে দেয়া হয় তাহলে আবার বাড়বে করোনার প্রকোপ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাস মারা গেছেন ৭০ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩ জন।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ