রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কমপক্ষে এক লাখ মানুষ মারা যাবে যুক্তরাষ্ট্রে------ট্রাম্প

৪ মে, আরব নিউজ, ফক্স নিউজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে যে হারে মানুষ মারা যাচ্ছে, তাতে মৃত্যু সংখ্যা এক লাখ ছাড়াবে বলে তার বিশ্বাস।

একই সঙ্গে তিনি এ বছরের শেষ নাগাদ প্রাণঘাতী এ মহামারীর টিকা আবিষ্কার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

গত রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।

এ সময় তিনি রোগটি বিস্তারের জন্য আবারও চীনকে দায়ী করেন। থমকে থাকা অর্থনীতির দ্রুত উন্নতি ঘটবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

বিশ্বের এক-তৃতীয়াংশ কোভিড-১৯ রোগী এখন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৪২১ জন এবং এ পর্যন্ত মারা গেছে ৬৮ হাজার ৬০২ জন। করোনাভাইরাসে দেশটিতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রাণঘাতী এ ভাইরাসের টিকার চেষ্টা চলছে গত চার মাস ধরেই।

কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এতে আরও সময় লেগে যেতে পারে। কেউ বলছেন– সেপ্টেম্বরে, আবার কেউ বলছেন– ডিসেম্বরে এ টিকা রোগীদের প্রয়োগ করা সম্ভব হবে।

ট্রাম্পও তাই মনে করেন, টিকা ছাড়া এ ভাইরাস দমবে না। এ বছরের শেষ নাগাদ মার্কিন বিজ্ঞানীরা এর টিকা আবিষ্কার করতে সক্ষম হবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ