ঢাকা,মঙ্গলবার 30 April 2024, ১৭ বৈশাখ ১৪৩০, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ালো

সংগ্রাম অনলাইন ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়।

ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট ১৬ লাখ ৪৭ হাজার ৮৯৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।এরমধ্যে মারা গেছেন ১ লাখ ২৬৮৭ জন।মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দেশটিতে প্রায় ১৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ হাজার, স্পেনে প্রায় ১৬ হাজার, ফ্রান্সের ১২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।যুক্তরাজ্যে প্রায় ৯ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। এছাড়া চীনে ৩ হাজার ৩৩৬ জন, ইরানে ৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ