বুধবার ২২ মে ২০২৪
Online Edition

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের নেতৃত্ব থাকছেন মাশরাফি বিন মুর্ত্তজার হাতে। তবে তার শেষ ওয়ানডে সিরিজে দলে আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন। দল থেকে বাদ পড়েছেন- ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত। আর ব্যক্তিগত কারণে থাকছেন না সৌম্য সরকারও। এদিকে ফিরেছেন; লিটন দাস, আল-আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ সাইফ উদ্দিন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামি ১ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। দ্বিতীয়টি ৩ মার্চ এবং তৃতীয় ও শেষটি ৬ মার্চ। দলে নতুন মুখ আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম। আফিফ ১০টি আর নাঈম ৫টি টি-টোয়েন্টি খেলেছেন, তবে দুজনের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ওয়ানডে সিরিজে মাশরাফি মুর্তজার কাঁধেই থাকবে নেতৃত্বভার। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক অনেকদিন পর ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। গত বিশ্বকাপের পর থেকে মাশরাফি জাতীয় দলের বাইরে। জুলাইয়ে শ্রীলংকা সফরের দলে থাকলেও চোটের কারণে যেতে পারেননি। নাজমুল, আফিফ ও নাঈমকে দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আগের সিরিজ থেকে বেশ কিছু পরিবর্তন এসেছে দলে। আমরা সম্ভাব্য সেরা দল গড়ার চেষ্টা করেছি। দল নিয়ে আমি সন্তুষ্ট। নাজমুল দারুণ ছন্দে আছে। আর সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য আফিফ ও নাঈম দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে সুযোগ পেয়েছে।’

ওয়ানডে দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, আল আমিন হোসেন, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ