বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর তাগিদ জিদানের

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ আট থেকে বিদায় নেওয়ার কারণ হিসেবে কোনো অজুহাত দেখাতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। হারের হতাশা ভুলে খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন এই ফরাসি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার ৪-৩ গোলে হারে রিয়াল। সব প্রতিযোগিতা মিলে ২১ ম্যাচ পর হারের মুখ দেখে স্পেনের সফলতম ক্লাবটি। ২০১৩-১৪ মৌসুমে প্রতিযোগিতাটিতে নিজেদের ১৯তম ও সবশেষ শিরোপা জিতেছিল তারা।গত শনিবার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলা একাদশে ৭টি পরিবর্তন আনেন রিয়াল কোচ। বিরতির আগে এক গোল খাওয়া দলটি দ্বিতীয়ার্ধে হজম করে আরও তিনটি। ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শেষ দিকে দুটি গোল শোধ করে রোমাঞ্চ জাগালেও বিপর্যয় এড়াতে পারেনি জিদানের দল।স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবে হতাশ দলের সবাই। তবে ভেঙে না পড়ে শিষ্যদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানালেন জিদান।

“জটিল একটা ম্যাচ। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি এবং ছেলেরা ভালো প্রতিক্রিয়া দেখিয়েছেৃআমাদের প্রতিপক্ষকে স্বাগত জানাতে হবে এবং একই সঙ্গে হার মেনে নিতে হবে। ইন্টারনেট”।

অনলাইন আপডেট

আর্কাইভ