মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

মঠবাড়িয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্বাবধানে এবং প্রবাসী কল্যান ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি বরিশাল শাখার সহকারী পরিচালক মো. শাহবুদ্দিন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মাহমূদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মো.আলী হাসান, মঠবাড়িয়া থানার ওসি, মো.মাসুদুজ্জামান ও ডাঃ সিরাজুল হক প্রমূখ। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ