বুধবার ০১ মে ২০২৪
Online Edition

পাঁচবিবিতে বিজ্ঞান মেলা সমাপ্ত

পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথিদের নিকট থেকে পুরস্কার গ্রহণ করে পাঁচবিবি মহিলা কলেজ এর শিক্ষার্থীবৃন্দ।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: পাঁচবিবিতে  শিক্ষার্থী সমিতিরি আয়োজনে এল. বি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ২ দিনব্যাপী  বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। কলেজ পর্যায়ের  বির্তক প্রতিযোগিতায় পাঁচবিবি মহিলা কলেজ এর দল প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও স্টল প্রদর্শনীতে ২য় স্থান, উপস্থিত বক্তিতায়, ও কুইজ প্রতিযোগিতায় কলেজের ছাত্রীপাল প্রথম স্থান এবং রুবাইয়া জান্নাত কুইজে ২য় হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবিতে  শিক্ষার্থী সমিতিরি সভাপতি কৃষিবিদ ড. আজমল হোসেন মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মেহের নিগার শিউলী, পাঁচবিবি মহিলা কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার, মহিপুর হাজী মহসীন সরকারি কলেজের শিক্ষক নয়ন চন্দ্র সরকার, সমিতির উপদেষ্টা এ্যাডঃ মাফিজুল ইসলাম সরকার, প্রভাষক শাহজাহান আলী, সম্পাদক তাসনিম আলম মুকিম, সহ-সম্পাদক মেহেদি হাসান প্রমুখ। বিজ্ঞান মেলায় মহিলা কলেজ এর অধ্যক্ষ জহুরুল ইসলাম সরকার এর দিক নির্দেশনায় কলেজ দলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ও প্রজেক্ট উপস্থাপনাতে সহযোগিতায় ছিলেন কলেজের সহকারি অধ্যাপক শশাঙ্ক সরকার, রেজুয়ান আলী, শাশ্বত প্রসাদ, আব্দুুল হামিদ।

অনলাইন আপডেট

আর্কাইভ