মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এলিস পেরি

অস্ট্রেলিয়ার এলিস পেরি গেল এক বছরে নিজের দুর্দান্ত পারফরম্যান্সের ফল পেলেন বড় পুরস্কারের মধ্যদিয়ে। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এ যেন নারীদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জয়জয়কার।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন এলিস পেরি, বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অ্যালিসা হিলি। সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটের বর্ষসেরা একাদশেই অধিনায়ক হিসেবে আছেন মেগ লেনিং।

২০১৯ সালে ১২ ওয়ানডে খেলে ৭৩ দশমিক ৫০ গড়ে রান করেছেন এলিস পেরি। বল হাতে নিয়েছেন ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ২২ রান খরচে ৭ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে পেয়েছেন ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবলের স্বাদ।

শ্রীলঙ্কার নারীদের বিপক্ষে ৬১ বলে ১৪৮* রানের অনবদ্য ইনিংস খেলা অ্যালিসা হিলি হয়েছেন টি-টুয়েন্টিতে বর্ষসেরা নারী ক্রিকেটার।

ক্রিকেটারদের ২০১৯ সালের পারফরম্যান্স বিবেচনা করে পুরস্কার বিজয়ী ও বর্ষসেরা একাদশ নির্বাচন করেছেন ভোটিং একাডেমি। ২০১৯ সালে ভোটিং একাডেমিতে ছিলেন, সেলিনা স্টিল, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, লিসা থালেকার, ইসাবেল ওয়েস্টবুরি, চার্লট এডওয়ার্ডস, হেনরি মোরান, এবনি রেইনফোর্ড-ব্রেন্ট, স্নেহাল প্রধান, আনজুম চোপড়া, ইয়াশ লাহোতি, অ্যান্ড্রু ভোরমান, লেসলি মুর্ডচ, উরুজ মুমতাজ খান, নাটালি জার্মানোস, সাদি তৌফিক, রেক্স ক্লেমেন্টিন, ইয়ান বিশপ, মেরিসা অ্যাগুইলেরিয়া, অ্যালান উইকিন্স, অ্যালিসন মিশেল ও ইসোবেল জয়েস।

চলুন জেনে নিই কে কোন পুরস্কার জিতলেন :

র‌্যাচেল হেইহো-ফ্লিন্ট পুরস্কার (আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার)- এলিস পেরি (অস্ট্রেলিয়া)

আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার (ওয়ানডে)- এলিস পেরি (অস্ট্রেলিয়া)

আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটার (টি-টুয়েন্টি)- অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)

আইসিসি বর্ষসেরা ইমার্জিং নারী ক্রিকেটার- চানিদা সুত্তিরুয়াং (থাইল্যান্ড)

আইসিসি বর্ষসেরা নারী একাদশ (ওয়ানডে)- অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), স্মৃতি মান্দানা (ভারত), তামসিন বেউমন্ট (ইংল্যান্ড), মেগ লেনিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), এলিস পেরি (অস্ট্রেলিয়া), জেস জোনাসেন (অস্ট্রেলিয়া), শিখা পান্ডে (ভারত), ঝুলন গোস্বামী (ভারত), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), পুনম যাদব (ভারত)।

আইসিসি বর্ষসেরা নারী একাদশ (টি-টুয়েন্টি)- অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), ড্যানিলে ওয়াট (ইংল্যান্ড), মেগ লেনিং (অস্ট্রেলিয়া, অধিনায়ক), স্মৃতি মান্দানা (ভারত), লিজেল লি (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), দিতী শর্মা (ভারত), নিদা দার (পাকিস্তান), মেগান স্কাট (অস্ট্রেলিয়া), শবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও রাধা যাদব (ভারত)।

অনলাইন আপডেট

আর্কাইভ